ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

দিনাজপুর: দিনাজপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুর রশিদ ওরফে কামালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ-৩ আনোয়ারুল হক এ রায় দেন। রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

আসামি আব্দুর রশিদ ওরফে কামাল জেলার বিরামপুর উপজেলার কুশ্যাখালীডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে।  
নবাবগঞ্জ উপজেলার জিগাঘর গ্রামের এনামুল হকের মেয়ে সাবিনা ইয়াসমিনকে হত্যা করে কামাল।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি ভোরে শ্বশুরবাড়িতে সাবিনা ইয়াসমিনকে স্বামী আব্দুর রশিদ ওরফে কামাল শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তী আসামি রশিদকে পুলিশ গ্রেফতার করলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে পরবর্তী সময়ে জামিন নেন। বিচারক এ মামলায় দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি আব্দুর রশিদ ওরফে কামালকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলাটি সরকারের পক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আতাউর রহমান ও আসামি পক্ষে দেবল কুমার সরকার।

বাংলাদেশ সময়: ২০২৬, জানুয়ারি ২৯, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।