ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
কুমিল্লায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

কুমিল্লা: লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা সদরে মেসার্স এন এস বি ব্রিকফিল্ড গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলায় আমড়াতলী ইউনিয়নের কালকার পাড় এলাকায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী হাসান ও অমিত দত্ত এ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান,  লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় এন এস বি ব্রিকস ফিল্ডটি ভেকু দিয়ে ভেঙ্গে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি ও কুমিল্লা র‌্যাব-১১ এর  ডিএডি শফিকুল ইসলাম এবং বুড়িচং ফায়ার স্টেশন অফিসার সোহেল আহম্মেদসহ বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।