বেনাপোল (যশোর): শার্শার গোগা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪৯টি উন্নত জাতের ম্যান্ডাফ হাঁস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গোগা বিজিবি ক্যাম্পের সদস্যরা হাঁসগুলো উদ্ধার করে।
২১ বিজিবি ব্যাটেলিয়নের গোগা ক্যাম্পের ইনচার্জ সুবেদার জাকির হোসেন জানান, বিপুল পরিমাণ উন্নত জাতের হাঁস ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে গোগা নয়াকোনা মোড় সংলগ্ন মাঠের মধ্যে পানির পাম্পের পাকা ঘরের ভেতর থেকে ৪৯টি উন্নত জাতের ম্যান্ডাফ হাঁস উদ্ধার করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। হাঁসের জব্দমূল্য প্রায় ৫ লাখ টাকা। ম্যান্ডাফ হাঁসগুলো ২১ বিজিবি ব্যাটালিয়ন জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।