কক্সবাজারে গ্রেফতার হওয়ার এক দিনের মাথায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে জুয়েলকে নিয়ে পুলিশ যশোর সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়ায় অভিযানে গেলে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত জুয়েল হাশিমপুরের আমজাদ মোল্লার ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, গতবছরের ৩০ নভেম্বর সদর উপজেলার হাশিমপুর বাজারে প্রকাশ্যে আনসার সদস্য হোসেন আলীকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। ওই ঘটনায় গত ১৪ ডিসেম্বর সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) কক্সবাজার থেকে পলাতক জুয়েলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার অপর আসামি মুন্নাকে গ্রেফতার করার জন্য জুয়েলকে সঙ্গে নিয়ে অভিযানে বের হয় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মুন্না ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়লে জুয়েল গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি ওয়ানশুটার গান ও কয়েক এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ইউজি/ওএইচ/