ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বহিরাগত নয়, অস্ত্রধারী-নাশকতাকারীদের ধরা হচ্ছে: ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বহিরাগত নয়, অস্ত্রধারী-নাশকতাকারীদের ধরা হচ্ছে: ডিএমপি

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে অস্ত্রধারী ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

তিনি বলেন, ‘বহিরাগতদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না।

শুধু তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান পরিচালনা করছে, যারা অস্ত্রধারী এবং নির্বাচনে সহিংসতা করতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। ’

বহিরাগতদের নামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে' বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল বাতেন বলেন, ‘ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন। এই নির্বাচনে ঢাকায় কে বহিরাগত আর কে স্থানীয় বাসিন্দা তা চিহ্নিত করা খুবই কষ্টসাধ্য। আসলে আমরা কোনো বহিরাগতকে গ্রেফতারে অভিযানে নামিনি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ যেন বজায় থাকে, নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে সেদিকেই লক্ষ্য রাখছে পুলিশ। ’

তিনি বলেন, ‘কে কোন রাজনৈতিক দলের তা আমাদের দেখার বিষয় নয়, কোনো রাজনৈতিক দলের নেতা কী বললেন সেটাও দেখার বিষয় না। কোনো ব্যক্তি সন্ত্রাসী হলে সেটা নির্বাচনের আগে কী আর পরেই কী, পুলিশ তাকে গ্রেফতার করবে। ’

‘তবে নির্বাচনে পুলিশের অতিরিক্ত মুভমেন্ট তো থাকেই। কোনো ব্যক্তি বা দল কিংবা সংগঠন, প্রার্থী কিংবা সমর্থক যেই হোক নির্বাচন পরিপন্থী কিছু করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ’ যোগ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
পিএম/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।