তবে এ বছর পূজার তিথি পড়েছে দুইদিন। পঞ্চমী তিথি শুরু হয়েছে বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৯টায়।
পূজা দিতে আসা সরকারি বালক বিদ্যালয়ে শিক্ষক প্রদীপ মজুমদার বাংলানিউজকে বলেন, সারাদেশের মতো মাগুরায় উৎসব মুখর পরিবেশর মধ্যে দিয়ে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে সকাল থেকে প্রণতি জানাচ্ছেন ভক্তরা। এ বছর প্রায় সাড়ে ৪৫০ মণ্ডপে সরস্বতী পূজা হয়েছে। পূজা উপলক্ষে বাণী অর্চনা ও আলোচনা সভা সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেব্রত ঘোষ বাংলানিউজকে বলেন, পূজা উপলক্ষে আমাদের কলেজ পুষ্পাঞ্জলি অর্পণ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এনটি