বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এক প্রেসবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কর্মপরিকল্পনায় শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সংক্রান্ত একটি আর্কাইভ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জাতীয় আর্কাইভস অধ্যাদেশ ১৯৮৩ বিধানের আলোকে সরকারি নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কিত দুর্লভ ছবি, অডিও-ভিডিও, পাণ্ডুলিপি, দলিল, পত্রিকা, চিঠি, হাতে লেখা বা প্রিন্টেড ডকুমেন্টস এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত অন্য যে কোনো সামগ্রী জাতীয় আর্কাইভে সংরক্ষণ ও প্রচারের জন্য মহাপরিচালক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (মোবাইল: ০১৯১৩৩৮৪৮৯৫, ইমেইল: [email protected]) বরাবর পাঠানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
টিআর/এইচজে