দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে চীন থেকে আসা ৩ চীনা কর্মকর্তাকে কয়লা খনির অভ্যন্তরের হাসপাতালে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন।
জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসির অধীনে চীনের প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তবে তারা সম্পূর্ণ ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে হওয়ায় তাদের ছুটিসহ যাবতীয় বিষয়াদি দেখাশোনা করে ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসি।
বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বাংলানিউজকে বলেন, এই খনিতে প্রায় ৫ শতাধিক চীনা কাজ করছেন। তবে তারা ছুটিতে গেলে বা ফেরত এলে খনি কর্তৃপক্ষকে অবগত করা হয় না। তাই বিষয়টি জানা নেই।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এনটি