ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রেক্সিটেও বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য লাভের সুযোগ থাকবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ব্রেক্সিটেও বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য লাভের সুযোগ থাকবে

ঢাকা: ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) চুক্তি বাস্তবায়ন হলেও বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য লাভের সুযোগ থাকবে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে যুক্তরাজ্য হাইকমিশনারের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন রবার্ট চ্যাটার্টন।  

মতবিনিময়কালে যুক্তরাজ্যের হাইকমিশনার ব্রেক্সিটের পরিপ্রেক্ষিতে  ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের  পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, ৩১ জানুয়ারি (শুক্রবার) যুক্তরাজ্য ব্রেক্সিট বাস্তবায়ন করতে চলেছে। তবে ব্রেক্সিট বাস্তবায়ন হলেও বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য লাভের সুযোগ থাকবে।

‘ব্রেক্সিট হলেও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বাংলাদেশ যেসব সুযোগ-সুবিধা লাভ করে থাকে, যুক্তরাজ্যের থেকেও তেমন সুবিধা লাভের সুযোগ রয়েছে। ’

রবার্ট চ্যাটার্টন জানান, ৩১ জানুয়ারি নর্থ অব ইংল্যান্ডের বিশেষ ক্যাবিনেটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট বাস্তবায়নের কাজ শুরু করবেন। এছাড়া ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিশেষ ভাষণ দেবেন তিনি।

হাইকমিশনার আরও জানান, ব্রেক্সিট উপলক্ষ্যে যুক্তরাজ্যে ব্রেক্সিট মুদ্রা চালু করা হচ্ছে। ৩১ জানুয়ারি ৩০ লাখ ব্রেক্সিট মুদ্রা ব্যাংক, দোকানপাট ও রেস্টুরেন্টে ছাড়া হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন হবেন ব্রেক্সিট মুদ্রার প্রথম গ্রাহকদের অন্যতম।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।