বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বগুড়ার বিভিন্ন মণ্ডপে সকাল ৯টায় একযোগে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে সরস্বতী পূজাকে কেন্দ্র করে দেখা গেছে, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাসহ বাইরের নানা পেশার ভক্ত এতে অংশগ্রহণ করেন।
এর আগে বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে ঢাক-ঢোল বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে উৎসব সহকারে জেলার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে নিয়ে যাওয়া হয়েছে দেবীর প্রতিমা। জেলার পাড়ায় পাড়ায়, অলিগলিতে পূজামণ্ডপে পূজারীরা দেবীর পাদপদ্মে অঞ্জলি দেন। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয়েছে অনেক স্থানে।
বগুড়া আজিজুল হক কলেজ, শাহ সুরতান কলেজ, চেলোপাড়া, মালতিনগর, ঠনঠনিয়া হাড়ি পাড়া এলাকাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরস্বতী পূজার আয়োজন করেছে।
বগুড়া আজিজুল হক কলেজ পূজা শেষে সকাল ১১ টায় আজিজুল হক কলেজ চত্বরে বাণী অর্চনার ব্যানারে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান কালাচাঁদ শীল, রসায়নবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তরনীকান্ত বর্মা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জগন্নাথ রায়, ইংরেজি বিভাগের সুব্রত কুমার সাহা, হিসাববিজ্ঞান বিভাগের অলোক কুমার সাহা, ব্যবস্থাপনা বিভাগের বিদ্যুৎ কুমার সাহা, রসায়নবিজ্ঞান বিভাগের সঞ্জয় কুমার, পদার্থবিজ্ঞান বিভাগের অনামিকা পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাধন কুমার, অর্থনীতি বিভাগের মানসী রাণী সাহা, নির্মলচন্দ্র পাল, অরুপ রতন পাল, কনিকা দেবনাথ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা ছাত্রলীগ নেতা প্রনয় কুমার রায়, কলেজ শাখা ছাত্রলীগ নেতা বিধান মোহন্তসহ শিক্ষার্থীরা।
সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজে ধুনচি নাচ, শঙ্খ ধ্বনি ও গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
কেইউএ/এবি