ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যার ৮ দিন পর বেনাপোল দিয়ে মরদেহ হস্তান্তর

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
হত্যার ৮ দিন পর বেনাপোল দিয়ে মরদেহ হস্তান্তর

বেনাপোল (যশোর): শার্শার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক বাংলাদেশি যুবকে পিটিয়ে হত্যার ৮ দিন পর বেনাপোল দিয়ে মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার( ৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করেছে বিএসএফ।

২১ বিজিবি ব্যাটালিয়নের অগ্রভূলোট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জেল হোসেন জানান, বিএসএফ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

কাগজপত্রের কাজ শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

গত ২২ জানুয়ারি রাতে ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা  তাকে পিটিয়ে হত্যা করেন। হানিফ শার্শা থানার অগ্রভূলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।