ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপি মেম্বারের গুলিতে নিহত পরীক্ষার্থীর দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
ইউপি মেম্বারের গুলিতে নিহত পরীক্ষার্থীর দাফন সম্পন্ন রনি হাওলাদার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের গুলিতে নিহত এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদারের (১৬) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বনগ্রাম পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোপালগঞ্জ সদর থানায় নিহতের পরিবারের পক্ষে মামলা দায়ের করা হয়নি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই এলাকায় শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষে রনি নিহত হয়। রনি বনগ্রাম পূর্বপাড়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। এ বছর ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে তার অংশ নেওয়ার কথা ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ বংশের নতুন শেখকে ৪/৫ দিন আগে মোল্লা বংশের রহিম মোল্লা ও ভুলু মোল্লা মারধর করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্লাকে মারধর করলে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তখন সাবেক ইউপি মেম্বার আজিজুর শেখ নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে রনি হাওলাদার ঘটনাস্থলেই মারা যায়। এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, আজিজুর শেখসহ এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।