ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালায় হরিণের মাংসসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
তালায় হরিণের মাংসসহ আটক ৪

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় চার কেজি হরিণের মাংসসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার আলাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের নতুনমূল গ্রামের এনায়েত হোসেনের ছেলে আবু তাহের (২৮), দরমুটিয়া গ্রামের বসিরুজ্জামানের ছেলে আসাদুজ্জামান (৩৮), বাসবাড়িয়া গ্রামের মৃত মহর আলীর ছেলে বেল্লাররহমান (২৯) ও দরমুটিয়ার ইসমাইল খানের ছেলে মুনছুর রহমান (৩৮)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বাংলানিউজকে জানান, হরিণের মাংস পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আলাদিপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চার কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।