ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছোট ভাইয়ের জন্মদিনে মদ্যপানে বড় ভাইয়ের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
ছোট ভাইয়ের জন্মদিনে মদ্যপানে বড় ভাইয়ের মৃত্যু

সাভার (সাভার): সাভারের আশুলিয়ায় ছোটো ভাইয়ের জন্মদিন উদযাপন করার সময় অতিরিক্ত মদ্যপান করে বড়ভাই মেহেদি হাসানের (২১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই জাহিদ হাসান হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রেজাউল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) রাতে আশুলিয়ার আউকপাড়ার নিজ বাড়িতে জন্মদিন উদযাপন করার সময় এ ঘটনা ঘটে।

পরে সেদিনই হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মেহেদির মৃত্যু হয়।

মেহেদী ও চিকিৎসাধীন জাহিদ হাসান সহোদর। তারা আশুলিয়া থানার আউকপাড়া এলাকার আহমদ আলীর ছেলে।  

নিহতের স্বজনের কাছে জানা গেছে, বুধবার মেহেদির ছোটো ভাই জাহিদের জন্মদিন ছিল। সেদিন রাতে জন্মদিনের পার্টি উদযাপন করার সময় অতিরিক্ত মদ্যপান করে তারা দুই ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের চিকিৎসার জন্য দ্রুত এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সাভার এনাম মেডিক্যালের দায়িত্বরত চিকিৎসক রেজাউল হক বাংলানিউজকে বলেন, মেহেদি ও জাহিদ গত ২৯ তারিখ আমাদের হাসপাতালে ভর্তি হয়। প্রথমিকভাবে তাদের স্বজনের কাছে জানতে পারি তারা দুইজনই মদ্যপান করেছেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের পেটে মদের আলামত পাওয়া যায়। অতিরিক্ত মদ্যপানের কারণে এলকোহল বিষক্রিয়ায় মেহেদির মৃত্যু হয়েছে। এছাড়া জাহিদ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউতে) চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সাভার থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) লোকমান বাংলানিউজকে বলেন, এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি বা এনাম মেডিক্যাল থেকেও আমাদের কিছু জানানো হয়নি। অভিযোগ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।