শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরুণ হাওলাদার, পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, একই এলাকার মনির বেপারী, মামুন আকন, সুমন বেপারী, সুনীল হালদার, মানিক বেপারী, সিদ্দিক বেপারী, সোহাগ খান ও মানিক মিয়া।
বানারীপাড়া উপজেলার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এসআই সুজিৎ কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জলিল হাওলাদারের মুরগির ফার্মে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় দুই শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়। এসময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, এ ঘটনায় ওই রাতেই এসআই সুজিৎ বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। শুক্রবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএস/এএ