শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনে একযোগে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকালে অনেকটা উৎসবমুখর পরিবেশ ছিল রাজধানীজুড়ে।
তবে বেশির ভাগ কেন্দ্রে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের এজেন্ট না থাকার অভিযোগ সকাল থেকেই পাওয়া শুরু হয়। এছাড়া কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও খুব একটা ছিল না বলেও দেখা যায়।
রাজধানীর লালবাগের ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, লালবাগের ২৬নং ওয়ার্ডের ৪৬৬ নং কেন্দ্রের মোট ভোটার ২১২৫ জন। বিকেল ৪টা বাজার পাঁচ মিনিট আগ পর্যন্ত ভোট পড়েছে ৮০০টি। এছাড়া সকাল খেকে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি।
ফলাফলের অপেক্ষায় কেন্দ্রটির সামনে থাকা কাউন্সিলর প্রার্থী হাসিবুর রহমানের কর্মী কামাল হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের এই কেন্দ্রে সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোনো ধরেনর অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন আমরা ফলাফলের অপেক্ষায় আছি। এখানে শুধু কতো শতাংশ ভোট পড়েছে জানা যাবে। সেটা থেকে ধারণা করে নেবো কে জিতবে। মূল ফলাফল দেবে দক্ষিণ সিটির রির্টানিং অফিসারের কেন্দ্র থেকে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
জিসিজি/টিএ