ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসায় আরামে পোলাও খাওয়ার কারণে ভোটারের উপস্থিতি কম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
বাসায় আরামে পোলাও খাওয়ার কারণে ভোটারের উপস্থিতি কম

হবিগঞ্জ: পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, জনগণের একটি অংশ বাসায় বসে আরামে পোলাও-মাংস খাচ্ছেন। এজন্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক কম ছিল। 

শনিবার (০১ ফেব্রুয়ারি) হবিগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে যারা ভোট দিতে আসেননি তাদের বড় অংশ অনেক আরামে আছেন।

আর সরকারের ওপর আস্থা রয়েছে বলেই তারা আরামে রয়েছেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।