রোববার (০২ ফেব্রুয়ারি) মিরপুরের পল্লবী, রূপনগর, দারুস সালাম, মিরপুর-১,১০, কাজীপাড়া, শেওড়াপারাসহ আশেপাশের এলাকার বিভিন্ন সড়ক ও স্থান ঘুরে জনজীবনের স্বাভাবিক চালচিত্র দেখা গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে বাস স্টপগুলোতে ছিল কর্মমুখী মানুষের ভিড়।
সড়কে যানবাহন থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মতিঝিলে অবস্থিত অফিসের উদ্দেশ্যে বের হওয়া আব্দুল আলিম বাংলানিউজকে বলেন, হরতাল নিয়ে খুব একটা চিন্তায় ছিলাম না। এখন তো আর সেই অর্থে হরতাল নেই। তবুও গাড়ি চলে কি না সেটা নিয়ে চিন্তা ছিল। তবে সকালে বের হয়েই দেখলাম গাড়ি চলছে। অফিসে যেতে আর কোনো সমস্যা হবে না।
বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। মিরপুর-১ নম্বর এলাকার ট্রাফিক পরিদর্শক মো. সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, হরতালের কোনো প্রভাব সড়কে পড়েনি। মিরপুরে অন্য দিনের মতো গাড়ি ও জনজীবন একেবারেই স্বাভাবিক।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামাল আহমেদ বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো নাশকতা বা বিশৃঙ্খলার খবর পাইনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে। কারো অন্যরকম কোনো উদ্দেশ্য থাকলে প্রতিহত করা হবে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসএইচএস/এইচএডি/