রোববার (০২ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শনিবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার আকালু সাহার ছেলে। তিনি চান্দাইকোনা ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, শনিবার রাত ৯টার দিকে পৌর-শহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হৃদয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় ফজলুল হক নামে এক ব্যক্তি প্রাইভেটকার চালিয়ে যাবার পথে তাকে চাপা দেন। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজরে আঘাত করলে তা ভেঙে যায়। এতে চালক ফজলুলও আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফজলুলকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
আরবি/