রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মন্ত্রণালয়।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ থেকে ৬ ফেব্রুয়ারি ইতালি সফর করবেন। আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এটি ইউরোপে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতালি সফরকালে রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ইতালি সফর শেষে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
টিআর/ওএইচ/