রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাইরাগ হাজিরডানা লালপাথর এলাকায় নুরুজ্জামান গংদের কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। রুবেল নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কোয়ারি মালিকদের কাউকে আটক করা যায়নি।
ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য বাংলানিউজকে বলেন, কোয়ারিতে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় অন্য শ্রমিকরা খাবার খেতে গেলে কোয়ারি ধসে পড়ে। আপাতত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দু’জনকে আহত অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মাটির নিচে আর কেউ চাপা পড়েছে কিনা বিষয়টি দেখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ কাজ করছে। তারা এক্সেভেটর দিয়ে কোয়ারির মাটি সরাচ্ছেন।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত কোয়ারির মালিক চারজন। তারা হলেন উপজেলার বালুচর গ্রামের স্থানীয় আছলাম মেম্বারের ছেলে নুরুজ্জামান মেম্বার, লুৎফুর মিয়ার ছেলে লায়েক আহমদ, শফিক মিয়ার ছেলে জুয়েল মিয়া ও মাহফুজ মিয়ার ছেলে এরশাদ মিয়া। । ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এনইউ/আরআইএস/