ময়নাতদন্ত শেষে রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নিহত জামালের চাচা মোজাম্মেল হকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে, এ ঘটনায় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতেই কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত জামালের বড়ভাই নজরুল ইসলাম।
এরআগে শনিবার ভোরে উপজেলার কচাকাটা এলাকার পাখিউড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯ এর সাব-পিলার ৪ ও ৫ এর মাঝামাঝি স্থান দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বিএসএফ জামালকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পরিবার ও সহযোগীদের।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলানিউজকে জানান, রোববার ময়নাতদন্ত শেষে নিহত জামালের মরদেহ তার চাচা মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় শনিবার রাতেই নিহত জামালের বড়ভাই নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এফইএস/ওএইচ/