রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ওই অধ্যক্ষকে আটক করে। আগামী ৩ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির করা হবে।
আটককৃত অধ্যক্ষের নাম আব্দুছ ছালাম চৌধুরী (৫০)। তিনি ইসলামপুর জে জে কেএম গার্লস স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানিয়েছেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা ট্রেনের কেবিনে আপত্তিকর অবস্থায় এক কলেজ শিক্ষক ও একই কলেজের সাবেক এক ছাত্রীকে (২৭) পাওয়া যায়। দুজনকেই আটক করে দেওয়ানগঞ্জ জিআরপি পুলিশ। তাদের দুজনের নামেই রেলওয়ের আইন ভঙ্গ করার অপরাধে মামলা করেছে পুলিশ।
এ ঘটনায় জানাজানি হওয়ার পরেই অধ্যক্ষ আব্দুছ ছালামের হীন কার্যকলাপের প্রতিবাদে বিকেলে কলেজ মাঠে এক জরুরি সভা করেন জে জে কে এম কলেজে কর্মরত শিক্ষকরা।
সিনিয়র শিক্ষক ছামসুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রভাষক মীরা রানী দাস, প্রভাষক জিয়াউল হক, সিনিয়র শিক্ষক ছামিউল আলম, হেলাল উদ্দিনসহ আরও অনেকে। এ সময় বক্তারা অধ্যক্ষের অপসারণ দাবি করেন।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএইচএম