অজ্ঞাত পরিচয়ের ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ বাংলানিউজকে বলেন, রোববার (০২ ফেব্রুয়ারি) সুমনের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
এর আগে শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার রহিম বেপারী ঘাটে নির্বাচনী সহিংসতার সময় কুপিয়ে হত্যা করা হয় সুমনকে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।
আরও পড়ুন>> উত্তরে পোলিং এজেন্টকে কুপিয়ে হত্যা, আহত ৫
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমএমআই/টিএ