ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাল ছাঁটাইয়ের নামে পল্লী বিদ্যুতের গাছ কর্তন

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
ডাল ছাঁটাইয়ের নামে পল্লী বিদ্যুতের গাছ কর্তন

মৌলভীবাজার: নতুন বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডাল ছাঁটায়ের নামে চলছে গাছ কর্তন। কেটে ফেলা স্তুপাকার ডালগুলো জ্বালানি লাকড়ি হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে। তবে এই গাছ কর্তনের অভিযোগ অস্বীকার করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সরেজমিন গিয়ে দেখা যায়, হবিগঞ্জ-সিলেট বাইপাস মহাসড়কের শেরপুর ইকোনমি জোন এলাকার পাশের বৈদ্যুতিক খুঁটির পাশে গাছগুলো ইচ্ছামতো কাটা হয়েছে।
 
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, যেখানে ডালপালা ছাঁটাই করলে হতো, সেখানে পুরো গাছ কেটে ফেলে হচ্ছে।

পরে ওই লাকড়িগুলো অবৈধভাবে বিক্রির উদ্দেশে স্তুপ করে রাখা হচ্ছে। সুবিধামতো সেগুলো বিক্রি করেও দেওয়া হবে। এটা কেমন কথা। গাছ আমাদের পরিবেশের জন্য উপকারী। যে গাছ রক্ষা করার কথা, তার বিপরীতে কাটা হচ্ছে। এটা কোনো কথা হলো? ফলের গাছগুলো এভাবে কাটার মানে কি? এটা এক প্রকারের স্বেচ্ছাচারিতা।

ইমরান হোসেন বাংলানিউজকে বলেন, প্রায় দু’সপ্তাহ ধরে আমাদের রাস্তার পাশে ফলের গাছগুলো এভাবে কাটা হচ্ছে। গাছ কাটার পর পল্লীবিদ্যুতের লোকজন এগুলো স্থানীয় মানুষের কাছে বিক্রি করে দিচ্ছেন। পল্লী বিদ্যুতের এমন অদ্ভুতভাবে গাছ কাটার নমুনা আমরা আগে কখনো দেখিনি।
 
শেরপুর-হবিগঞ্জ মহাসড়ক দিয়ে গেলে হাতের বামদিকে সংযুক্ত করা হচ্ছে নতুন বৈদ্যুতিক খুঁটি। এখানের গাছগুলো কাটার পাশাপাশি পুরাতন ও নতুন খুঁটির মাঝখানের গাছটির মাঝখান থেকে উপরের অংশটি সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে। কর্তৃনকৃত গাছগুলো মধ্যে রয়েছে দেশি বরই, ছাতিম, রেইনট্রি প্রভৃতি।  
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (মৌপবিস) রিটেইনার ইঞ্জিনিয়ার (প্রকল্প বিভাগ) আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, এখানে তো কোনো গাছ কাটা হচ্ছে না। আমরা শুধু খুঁটির পাশের ডালগুলো ছাঁটাই করেছি। যাতে করে বৈদ্যুতিক তারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। তারপরও কেউ যদি ভুল করে গাছ কেটে ফেলে সেটা খোঁজ নিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
বিবিবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।