ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ডাকাত সন্দেহে ১৪ ড্রেজার শ্রমিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
চাঁদপুরে ডাকাত সন্দেহে ১৪ ড্রেজার শ্রমিক আটক

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীর লগ্গিমারা চরে ডাকাত সন্দেহে ১৪ ট্রলার ও ড্রেজার শ্রমিক আটক করেছে কোস্টগার্ড। এসময় দুইটি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এএসএম লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, রাতে অভিযানের সময় নদীতে ট্রলার দেখলে থামানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু ট্রলার না থামানোয় দুই রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে কোস্টগার্ড সদস্যরা। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে পালানোর চেষ্টা করলে সেখানে থেকে তাদের আটক করা হয়। এসময় কিছু দেশীয় অস্ত্র, ১০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।  

তিনি আরো বলেন, যদিও আটকরা বলেছেন তারা ট্রলার ও ড্রেজার শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে তারা ড্রেজারে কাজ করে।  

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার ও টহল সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।