আটকরা হলেন- সামিউল আজমাইন (১৮), আল আলিফ হোসাইন ওরফে আলিফ (১৮), জামিল আল মামুন ওরফে তন্ময় (১৮) ও মনিরুল ইসলাম পাপ্পু (২০)।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর পল্লবী ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া প্রশ্নপত্র ফাঁস এবং অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তারা চলমান এসএসসি পরীক্ষাকে পুঁজি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে আসছিলো। সেসব ভুয়া প্রশ্ন সরবরাহের বিনিময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় চক্রটি।
তিনি বলেন, আটক চারজন বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক ও অনার্সে অধ্যয়নরত। তারা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল। এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
পিএম/জেডএস