ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু

বগুড়া: বগুড়া কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় মজিবর রহমান (৫৮) নামে এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পোনে ২টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজিবর রহমান কাহালুর বীরকেদার ইউনিয়নের ডিপুইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপচাঁচিয়া উপজেলা সদরে ব্যাংকে বিদ্যুৎ বিল দিয়ে মজিবর রহমান ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে বগুড়াগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এসময় মজিবর রহমান ছিটকে রাস্তায় পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।