ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
সুন্দরগঞ্জে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১ সদস্য আটক

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে রমজান আলী (২৬) নামে প্রশ্নপত্র ফাঁস-রেজাল পরিবর্তন প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসসি (আর্মি সার্ভিসেস কোর) মুন্না বিশ্বাস।

প্রতারক রমজান সুন্দরগঞ্জ উপজেলার ভাটি কাপাসিয়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।

এএসসি মুন্না বিশ্বাস বাংলানিউজকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার মাধ্যমে চলতি এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস-রেজাল পরিবর্তনের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন প্রতারক রমজান। যার প্রমাণ তার ফেসবুক মেসেঞ্জারে পাওয়া যায়। গোপন সংবাদ পেয়ে ৩ ফেব্রুয়ারি দিনগত রাত পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার লালচামার বাজারের শরিফুলের দোকানের সামনে থেকে রমজানকে আটক করা হয়। তার নামে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।