কুষ্টিয়া: লোকসান ঠেকাতে কুষ্টিয়া সুগার মিলসহ ছয়টি সুগার মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন।
এদিকে কুষ্টিয়া চিনিকলের কাছে আঁখ চাষিদের তিন কোটি ২৬ লাখ টাকা পাওনা পড়ে রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া চিনিকল সংলগ্ন বাইপাস সড়কে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, আখচাষি কল্যাণ সমিতি ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আখচাষী ফেডারেশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান আতু, কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।
সমাবেশে বক্তারা চলতি আখ মাড়াই মৌসুমে দেশের ১৫টি চিনিকলই একযোগে চালু, শ্রমিক-কর্মচারীদের সাত মাসের বেতন পরিশোধ, শ্রমিকদের গ্রাইচুটি পরিশোধসহ আঁখ চাষিদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসআরএস