বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মিথ্যে আশ্বাসে বাড়িতে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাসুদ মোল্লাকে গ্রেফতার করছে পুলিশ।
সোমবার (৩০ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, রেশন কার্ড (ওএমএস কার্ড) করিয়ে দেওয়ার কথা বলে মাসুদ গত ২৬ নভেম্বর রাতে তার বাড়িতে একই গ্রামের ওই কিশোরীকে ডেকে নেন। ওই রাতেই কিশোরী ও তার মা মাসুদের বাড়িতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান। কৌশলে কিশোরীকে তার মায়ের কাছ থেকে আলাদা ঘরের ভেতর নিয়ে ভয়ভীতি দেখিয়ে মাসুদ জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পর ওই কিশোরী কাউকে কিছু বলেনি। পর দিন ২৭ নভেম্বর রাতে ওই কিশোরী তার মাকে বিষয়টি খুলে বলে। পরে কিশোরীর মা বাদী হয়ে রোববার (৩০ নভেম্বর) রাতে মাসুদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ওই রাতেই আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করেন।
এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন এসআই মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এমএস/আরআইএস