গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কালিয়াকৈর বাজারের একটি দোকানে আগুন লাগে। এক পর্যায়ে আগুন আশপাশের টিনশেডের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ইপিজেড, মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বাংলানিউজকে জানান, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
আরএস/আরআইএস