ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
জঙ্গল থেকে নবজাতক উদ্ধার এ নবজাতকটি পাওয়া গেছে, ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে জঙ্গল থেকে জীবিত একটি নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।  

সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া সুকিপাড়া গ্রামের রাস্তার পাশের জঙ্গল থেকে মেয়ে নবজাতকটি উদ্ধার করা হয়।

যদুনাথপুর ইউনিয়ন পরিষদ সদস্য খলিলুর রহমান বাংলানিউজকে জানান, ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মুসল্লিরা এবং সকালে হাঁটতে বের হওয়া মমতা বেগম নামে এক নারী রাস্তার পাশের জঙ্গলে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে সদ্যজাত একটি শিশু দেখতে পান। লুঙ্গির কাপড় দিয়ে মোড়ানো নবজাতকটির বুকে কাটা দাগ ছিল। পরে মমতা বেগম নবজাতকটিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহনাজ সুলতানা বাংলানিউজকে জানান, বাচ্চাটির বুকের নিচের দিকে একটি কাটা দাগ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।