ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চেক প্রতারণায় বিআইডব্লিউটিএর দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
চেক প্রতারণায় বিআইডব্লিউটিএর দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা

বরিশাল: চেক প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পোর্ট অফিসারের ব্যক্তিগত সহকারী (পিএস) জামিরুল ইসলাম ও প্রকৌশল বিভাগের কর্মচারী জাকির হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ ন‌ভেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরীর হাজী মো. মহসিন মার্কেটের ব্যবসায়ী সোহাগ ও বান্দ রোড এলাকার রুবেল পৃথক মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মো. আনিছুর রহমান মামলা দুটি আমলে নিয়ে সমন জারির আদেশ দেন।

মামলায় অভিযুক্ত পিএস জামিরুল ইসলাম পিরোজপুর জেলার নলবুনিয়া এলাকার ওহিদুল আলম তালুকদারের ছেলে। এছাড়া জাকির হোসেন বানারীপাড়া উপজেলার গাভা এলাকার মৃত আকরাম আলীর ছেলে।

সূত্র জানায়, ২০১৯ সালের ২০ অক্টোবর ব্যবসায়ী সোহাগের সাথে পূর্ব সম্পর্কের জের ধরে মহসিন মার্কেটের পিছনে ১৬ ফুট বাই ১৬ ফুট জমি ৬ মাসের মধ্যে লিজ নিয়ে দেয়ার শর্তে ৫ লাখ টাকা নেয় জামিরুল ইসলাম। কিন্তু জামিরুল ইসলাম শর্তানুযায়ী জমি লিজ এনে দিতে না পারায় সোহাগ তার টাকা ফেরত চায়। এতে গত ২৩ সেপ্টেম্বর জামিরুল ইসলাম টাকা পরিশোধে সোহাগকে ওই পরিমান টাকার চেক দেয়। একই দিন সোহাগ চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিসঅনার হয়। ২৮ অক্টোবর জামিরুল ইসলামকে আইনী নোটিশ দেয় সোহাগ।

অপরদিকে, ২০১৮ সালের ১০ নভেম্বর পূর্ব পরিচয়ের সূত্র ধরে রুবেলকে বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কশপ মাঠের ৭ শতাংশ জমি ৬ মাসের মধ্যে লিজ নিয়ে দেয়ার কথা বলে ১০ লাখ টাকা নেয় জাকির হোসেন। শর্তের মেয়াদ শেষে লিজের জমি বুঝে না পেয়ে রুবেল তার টাকা ফেরত চায়। এতে গত ২৩ সেপ্টেম্বর জাকির হোসেন টাকা ফেরত দিতে রুবেলকে ওই পরিমান টাকার চেক দেয়। ৪ অক্টোবর রুবেল চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিসঅনার হয়। ২৮ অক্টোবর জাকির হোসেনকে আইনী নোটিশ দেয় রুবেল।

উভয় নোটিশের কেউ কোন জবাব না দেয়ায় পৃথক দুটি মামলা দায়ের করলে বিচারক উভয় মামলায় সমন জারির আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এমএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।