ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নজরুল ইসলাম খান করোনা আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
নজরুল ইসলাম খান করোনা আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান/ ফাইল ছবি

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৩০ নভেম্বর) বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন যাবত অসুস্থ নজরুল ইসলাম খানকে সোমবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার করোনা রিপোর্ট পজিটিভ।

নজরুল ইসলাম খানের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

অন্যদিকে, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে তাকে ভেন্ডিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এমএইচ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।