খাগড়াছড়ি: কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের পর থেকে আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে মারধর, যৌতুক দাবিসহ হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী চন্দ্রিকা চাকমা।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
স্বামী রিন্টু বিকাশ চাকমার নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী চন্দ্রিকা চাকমা জানান, ২০১৩ সালেপ্রেমের সূত্র ধরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাসিন্দারিন্টু বিকাশ চাকমার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে যৌতুক দাবি করতেন রিন্টু চাকমা। মৃত বাবার সম্পত্তি বিক্রি করে তার হাতে টাকা তুলে দেওয়ার জন্য শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারারও চেষ্টা করেন।
সংবাদ সম্মেলনে চন্দ্রিকা চাকমা এসব ঘটনার সুষ্ঠু বিচার, নিজের এবং সন্তানের শতভাগ নিরাপত্তার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
চন্দ্রিকা চাকমা গত ১৫ অক্টোবর খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
এদিকে মঙ্গলবার মামলার শুনানির কথা থাকলেও অত্যন্ত গোপনে ধার্য তারিখের আগে বিকাশ জামিন নিয়েছেন বলেও জানান তিনি।
রিন্টু বিকাশ চাকমা ২০১৭ সালে ৩৫তম বিসিএস (প্রশাসন) এ উত্তীর্ণ হয়ে কুড়িগ্রামে কর্মরত থাকাকালে আলোচিত সাংবাদিক নির্যাতনের ঘটনার পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত রয়েছেন। বিকাশ দম্পতির একমাত্র কন্যার বয়স ছয় বছর।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এডি/এএ