ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনা পরিস্থিতিতে কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
করোনা পরিস্থিতিতে কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

রাজশাহী: করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে সরকারি নির্দেশনা না মেনে কোচিং সেন্টার চালু রাখায় রাজশাহীতে ‘জুয়েল কেমিস্ট্রি কোচিং’ সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে মহনগরীর অলোকার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ বাংলানিউজকে  বলেন, করোনার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু প্রতিষ্ঠানটি সরকারের এই নির্দেশনা না মেনে কোচিং সেন্টারে ক্লাস চালু রাখা হয়েছে।

এ কারণে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।