ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ১৭ যাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ১৭ যাত্রী আহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ যাত্রী আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার বিয়ারা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হামিম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে রংপুরগামী অনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহরে প্রবেশ করছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার নীচে খাদে পড়ে যায়। এক পর্যায়ে বাসটি রাস্তার নিচে খাদের পাশের একটি বাড়ির ঘরের সঙ্গে আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ১৭ বাসযাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।