ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিনগত রাত ৯টা থেকে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাগর, মফিজুল ইসলাম, মো. বাবুল বাবু, মুসা, মো. ফরহাদ মিয়া, শান্তসহ ১৪ জন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন স্থানে মাদক উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ষষ্ঠ দিনের এ বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার তিনজন ও এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়।

গত ২৫ নভেম্বর থেকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ষষ্ঠ দিনের এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।