ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের মধ্যে পুলিশের মাস্ক বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের মধ্যে পুলিশের মাস্ক বিতরণ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে বিমানবন্দর রেলওয়ে পুলিশ।

এ বিষয় শুক্রবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁঁড়ির উপপরির্দশক (এসআই) মো. আমিনুল ইসলামের সঙ্গে কথা হয়।

এসআই আমিনুল ইসলাম জানান, অনেক যাত্রীর মুখেই মাস্ক নেই। অনেককে আবার ঠিকভাবে মাস্ক পরছেন না। তাই যাত্রীদের সঠিকভাবে মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়। তাই করোনার সতর্কতার জন্য গত সাতদিন ধরে রেলস্টেশনে আগত যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্য়ন্ত পাঁচ শতাধিক যাত্রীর মধ্যে বিতরন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।