ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতার সঙ্গে করোনা নিয়ন্ত্রণ করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতার সঙ্গে করোনা নিয়ন্ত্রণ করছে

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার কারণে অনেক দেশে উন্নয়ন বন্ধ হয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতার সঙ্গে করোনা নিয়ন্ত্রণ করেছে।

তার প্রমাণ হলো বাংলাদেশের অর্থনীতি সচল, দেশের মানুষ শিল্পে কাজ করতে পারছে, রাস্তা ঘাটের উন্নয়ন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মাসেতুর কাজ করোনার মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কারণ হলো আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে সাটুরিয়া উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের নতুন (ছয়) তলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইউরোপ আমেরিকাসহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত করোনার কারণে বিপর্যস্ত হয়ে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। শীতের মধ্যে আমাদের আরো একটু সাবধানে থাকতে হবে। কারণ আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

সাটুরিয়ার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।