ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
দেওয়ানগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা জয়ী স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ নম্বর পাররাম রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. সোহেল রানা আনারস প্রতীকে ৬ হাজার ৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী লেমন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৪৭৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আর নৌকা প্রার্থী ফজলে রাব্বি জুয়েল ৬ হাজার ২১২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এমদাদুল হক মিলন মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৯ ও বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১০ ভোট। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫৪৬ জন।

শনিবার (৫ ডিসেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ নম্বর পাররাম রামপুর ইউনিয়ন পরিষদের পুন-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা বিল্লাহ হোসেন এ তথ্য দেন।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।