ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেসক্লাব।
শনিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীরা রাজনৈতিক স্বার্থে ধর্মের মনগড়া অপব্যাখা দিচ্ছেন। তারাই ১৯৭১ সালে পবিত্র ইসলাম ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিলেন। এখন বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান, জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন।
প্রেসক্লাব নেতারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী অপশক্তির বিরুদ্ধে দেশের শান্তিপ্রিয় মানুষ ও রাজনৈতিক-সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
আরকেআর/এমআরএ