ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধর্ম ব্যবসা ও মৌলবাদের বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদী সন্ধ্যা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
ধর্ম ব্যবসা ও মৌলবাদের বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদী সন্ধ্যা ধর্ম ব্যবসা ও মৌলবাদের বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদী সন্ধ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশে চলমান ভাস্কর্য নিয়ে বিতর্কের মধ্যে ধর্ম ব্যবসা ও মৌলবাদের বিরুদ্ধে ভিন্নধর্মী প্রতিবাদী সন্ধ্যার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচির উদ্যোগ নেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।

এতে টিএসসিভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, আবৃত্তি সংসদ, চলচ্চিত্র সংগঠন, মাইম অ্যাকশন মৌলবাদ বিরোধী বিভিন্ন গান, মাইম নাটক, আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি ব্যান্ড অংশ নেন। ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে শিয়ান অ্যান্ড ফ্রেন্ডস, কৃষ্ণপক্ষ, লালন অর্জন।

অনুষ্ঠানটির আয়োজক ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত বলেন, কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্বে আমার এ কর্মসূচি নয়। এদেশ নির্দিষ্ট কোনো ধর্মের নয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার। আমরা সবাই বাঙালি। এটাই আমাদের মূল পরিচয়। কিন্তু এদেশের সাধারণ মুসলমানদের ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় অন্ততঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এসকেবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।