ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে দর্জি শ্রমিকদের তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বরিশালে দর্জি শ্রমিকদের তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি

বরিশাল: বকেয়া বেতনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেছে বরিশালের দর্জি শ্রমিক ও দোকান কর্মচারীরা।

রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।

দর্জি শ্রমিক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তুয়ার সেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, সরকার ঘোষিত ২০১৮ সালের গেজেট অনুযায়ী তাদের সকল বকেয়া বেতন পরিশোধ করতে হবে। শ্রমিকদের সার্ভিস বই ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাই করা যাবেনা।

দাবি মানা না হলে পরে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে বলেও এসময় জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।