ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনবাগে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
সেনবাগে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টো মো. সাহেব উল্যা (৫৭) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একটি শিশুসহ আরও তিনজন।

 

রোববার (০৬ ডিসেম্বর) সকালে সোনাইমুড়ী-সেনবাগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সাহেব উল্যা পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সোনালী ব্যাংক সেনবাগ কানকিরহাট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে লতিফপুরে নিজ বাড়ি থেকে অটোরিকশায় করে সেনবাগের কানকিরহাট বাজারের উদ্দেশ্যে বের হন সাহেব উল্যা। পথে অটোরিকশাটি সোনাইমুড়ী-সেনবাগ সড়কের জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় এলে আশরাফ (৮) নামে একটি শিশু সড়কের ওপর দিয়ে দৌঁড় দেয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গেলে সাহেব উল্যাসহ তিনজন যাত্রী ও ওই শিশুটিও আহত হন।  

এ অবস্থায় স্থানীয়রা আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে সাহেব উল্যার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু যান। আহত শিশুটি নোয়াখালী হাসপাতাল চিকিৎসাধীন।   

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।