ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে চালু হচ্ছে ‘ফ্লাই ডাইনিং’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
কক্সবাজারে চালু হচ্ছে ‘ফ্লাই ডাইনিং’

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের চালু হতে যাচ্ছে ‘ফ্লাই ডাইনিং’। চমকে যাওয়ার মতো হলেও এটাই বাস্তবে, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচে চালু হচ্ছে ‘ফ্লাই ডাইনিং’।

খাওয়া-দাওয়া হবে ভূমি থেকে ১৫০ ফিট উপরে। এ উপলক্ষে কক্সবাজারের এক ভূমি মালিকের সঙ্গে বহুজাতিক কোম্পানি ইউর ট্রাভেলের চুক্তি হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুরুল হোসেন হলে জমকালো আয়োজনে এ চুক্তি সম্পন্ন করা হয়। এতে ইউর ট্রাভেলের চেয়ারম্যান ফায়েজ আবু বক্কর নবাব ও ভূমি মালিক জোবায়ের চৌধুরী মানিক এবং কোম্পানির ম্যানেজার সানোয়ার শিহাব খান চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এছাড়া ইউর ট্রাভেলের পরিচালক দিবিয়া পাঠক, বিগবিচ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর হাসান ও সাংবাদিক নেতা লায়েকুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।