বরিশাল: বরিশাল জেলা পুলিশ সুপারের নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সোমবার (০৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল নগরের আলেকান্দা-পলিটেকনিক সড়কে এ ভবনের উদ্বোধন করেন তিনি।
আইজিপিকে প্রথমে বিউগলের সুরে আগমনী স্যালুট দেওয়া হয়। পরে আইজিপি ভবনের ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে তিনি জেলা পুলিশ লাইনসে পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। সেখানে বরিশাল রেঞ্জের ৬ জেলা ও মেট্রোপলিটন পুলিশ সহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, একদিনের সফরে সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে বরিশালে আসেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন ছাড়া আরও চারটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নিবেন তিনি। এরমধ্যে রয়েছে বরিশাল পুলিশ লাইন্স মাঠে পুলিশের কল্যাণ প্যারেড পরিদর্শন, পুলিশ কল্যাণ সভা, বিট পুলিশিং সভা ও পুলিশ লাইন্সে নবনির্মিত গেট উদ্বোধন।
পুলিশ প্রধানের সফর উপলক্ষ্যে বরিশাল নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এমএস/এমআরএ