ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর ও জমি পেলেন গৃহহীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
টেকনাফে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর ও জমি পেলেন গৃহহীন

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে এক গৃহহীন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাস জমি ও থাকার ঘর উপহার দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীত গ্রামের মো. মামুন নামের ওই ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

এ সময় মামুনের পরিবারের অসহায়ত্ব বিবেচনায় তাকে একটি ইজিবাইক (টমটম) উপহার দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

মুজিববর্ষে জমি ও ঘর পাওয়া মামুন ওই এলাকার রমজান আলীর ছেলে। তার পরিবারের সদস্য সংখ্যা ছয় জন।

দুপুরে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলি, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন সিকদার প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এসবি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।