ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুজব মোকাবিলায় সক্ষমতা অর্জন করতে হবে: তথ্যসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
গুজব মোকাবিলায় সক্ষমতা অর্জন করতে হবে: তথ্যসচিব

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক গুজব মোকাবিলায় তথ্য অধিদফতরকে সক্ষমতা অর্জন করতে হবে বলে জানিয়েছেন তথ্যসচিব খাজা মিয়া।
 
সোমবার (৭ ডিসেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যসচিব এ আহ্বান জানান।


 
মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার হলেও মত প্রকাশের ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
 
বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তারা যাতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য তথ্য মন্ত্রণালয় থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বিশ্বায়নের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কাজ করার সক্ষমতা জনসংযোগ কর্মকর্তাদের অর্জন করতে হবে।  
 
গণমাধ্যমকে সরকারের বন্ধু উল্লেখ করে তথ্যসচিব এসময় সঠিক তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।  
 
প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া বক্তব্য দেন।
 
অধিদফতরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।